
বিশেষ প্রতিবেদন – লোক আদালত হল একটি বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা যা দ্রুত এবং সাশ্রয়ী উপায়ে সাধারণ মানুষকে বিচার পাওয়ার সুযোগ দেয়। এখানে বিরোধ মীমাংসার জন্য সহমতের ভিত্তিতে আপস করা হয়। এটি মামলাজট কমাতে এবং ন্যায়বিচার সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করে। বস্তুত লোক আদালত শুধুমাত্র একটি বিচারিক প্রক্রিয়া নয়, এটি সমাজের সকলের জন্য ন্যায়বিচারের সুযোগ নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
সম্প্রতি ৩১শে জুলাই ২০২৫ হুগলির শ্রীরামপুর মহকুমা আদালতে বসেছিল ‘বিশেষ’ জাতীয় লোক আদালত। জানা গেছে, গোটা রাজ্যে মাত্র ৫ টি জেলায় গড়ে ১টি করে বিশেষ লোক আদালত বেঞ্চ বসেছে। এদিন হুগলি জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষ এর সচিব শ্রীমতী মানালী সামন্তের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ বসেছিল শ্রীরামপুর মহকুমা আদালতে। উক্ত বেঞ্চে এডভোকেট মেম্বার হিসাবে ছিলেন আইনজীবী মানস সাঁতরা, অন্যতম মেম্বার হিসাবে ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও ‘নন এডভোকেট মিডিয়েটর’ শ্রী মোল্লা জসিমউদ্দিন। এছাড়াও ছিলেন আইনের ছাত্রী দিয়া মুখার্জী।
এ উপলক্ষে হুগলি জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষ এর কর্মী সাহানা খাতুন বলেন -“বাজাজ ফাইনান্সের তরফে ৬২৬টি মামলা নথিভুক্ত ছিল, যার একাংশ মিটে গেছে”।
জানা গেছে, হুগলি জেলায় বাজাজ ফাইনান্স কর্তৃপক্ষ জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষ এর কাছে নির্ধারিত জাতীয় লোক আদালত বসার প্রাক্কালে জমে থাকা মামলার নিস্পত্তি ঘটানোর জন্য বিশেষ লোক আদালত চেয়ে লিখিত আবেদন জানিয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এই বিশেষ জাতীয় লোক আদালতের বেঞ্চ।