
কলকাতা– বাঙালি নাকি ব্যবসা জানে না, প্রাচীন মিথ এমনটাই। বাঙালি চাকুরে হতে পারে, বাঙালি সংস্কৃতিবান হতে পারে, বাঙালি সিভিল সার্ভেন্ট হতে পারে, কিন্তু ব্যবসা নাকি বাংলায় বসে হয়না!! যদিও বা বাঙালি উদ্যোগপতি হতে হয়, কলকাতা ছেড়ে নাকি মুম্বাই বা বিদেশবাসী হতে হবে!
এবারে এই প্রচলিত সুপ্রাচীন মিথ-কেই সপাটে ছুড়ে ফেলে দিতে শহরে শুভ সূচনা হলো এক নয়া সংস্থার। গত শনিবার, ২৬ জুলাই ২০২৫ পার্ক স্ট্রিটের নামী হোটেল ‘দ্য পার্ক’-এ এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে রয়্যাল বিজনেস অ্যাসোসিয়েটস (RBA)-এর আনুষ্ঠানিক সূচনা হলো। এই অনুষ্ঠান ব্যবসায়িক পেশাদারদের মধ্যে সহযোগিতা ও সম্প্রদায় গঠনের এক নতুন যুগের সূচনা করল বলে মনে করা হচ্ছে।
পর্যটন শিল্পের সফল উদ্যোগপতি শ্রী রবি খেমকা-র উদ্যোগে গঠিত RBA একটি অলাভজনক সংস্থা, যার মূল লক্ষ্য হলো পারস্পরিক সহায়তা, নেটওয়ার্কিং এবং সামাজিক প্রভাবের মাধ্যমে ব্যবসায়ীদের ও উদ্যোক্তাদের শক্তিশালী করে তোলা। সংস্থাটি মাত্র চার মাসেই ১৫০+ সক্রিয় প্রতিষ্ঠাতা সদস্য পেয়েছে।
এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব এবং RBA উপদেষ্টা কমিটির সদস্য যথা শ্রী অমিত সোনথালিয়া, পঙ্কজ গুপ্তা, বিবেক শুক্লা, গুরুবিন্দর সিং, দেবজানী রায়, সুধাকর বাদালিয়া সহ আরও অনেকে।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন:
শ্রী অরিজিৎ দত্ত – বিশিষ্ট উদ্যোগপতি, অভিনেতা এবং প্রিয়া এন্টারটেইনমেন্ট ও বায়োস্কোপ-এর কর্ণধার, শ্রী ত্রিলোক রাজগড়িয়া – প্রাক্তন জেলা গভর্নর, লায়ন্স ক্লাব, শ্রীমতী শান্তি দাস, IPS – সিনিয়র অফিসার, কলকাতা পুলিশ, ডঃ মমতা বিনানী – প্রাক্তন জাতীয় সভাপতি, ICSI (২০১৬), সিএস ও আইনজীবী।
সংস্থা সূত্রে জানানো হয়েছে আগামীদিনে তারা এমন একটি সফল ইকোসিস্টেম তৈরি করতে চান, যেখানে পেশাদার ও উদ্যোক্তারা একত্রে জ্ঞান ভাগ করে, নতুন সুযোগ তৈরি করে এবং টেকসই সাফল্যের দিকে এগিয়ে যাবে।