
কলকাতা– স্বাস্থ্যই সম্পদ। কিন্তু অসুস্থ স্বাস্থ্য হলে তা নিয়ে আমাদের দুশ্চিন্তার শেষ থাকেনা। বিশেষত দুরারোগ্য রক্তের বিভিন্ন অসুখের চিকিৎসায় কোন ডাক্তারের কাছে যেতে হবে, সঠিক চিকিৎসাই বা কি, খরচ আদৌ আয়ত্তের মধ্যে কি না ইত্যাদি নানান হাজারো চিন্তায় ভুগতে থাকি আমরা সকলেই। দুশ্চিন্তার প্রধান একটি কারন হলো চিকিৎসাব্যবস্থা সম্পর্কে সাধারণ মানুষের অজ্ঞতা। অনেকেই জানেন না সঠিক সহজলভ্য চিকিৎসা কোনটি।
ঠিক এই প্রেক্ষিতেই শহরে রক্তের চিকিৎসা সম্পর্কে এক সম্মেলন আয়োজিত হতে চলেছে। জানা গেছে, বোন ম্যারো ট্র্যান্সপ্ল্যান্টেশনই সেরা চিকিৎসা। রক্তের ক্যানসার (লিউকিমিয়া), থ্যালাসেমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, লিম্ফোমা (নন হজকিন্স), মায়লোমা, ইমিউন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, ইনহেরিটেড বোন ম্যারো ফেলিওর ইত্যাদি নানান রক্তের অসুখে সাধারণ চিকিৎসা করে সাময়িক স্বস্তি পেলেও অসুখের ভোগান্তি লেগেই থাকে। শুরুতেই বোন ম্যারো ট্র্যান্সপ্ল্যান্টেশন (BMT) করিয়ে নিলে রোগীর সম্পূর্ণ সুস্থ হবার সম্ভাবনা অনেক বেশি। এমনই জানালেন রক্তরোগ বিশেষজ্ঞ ইস্টার্ণ ইন্ডিয়া ব্লাড ম্যারো সেল্যুলার থেরাপির (EIBMCT 2025) তৃতীয় বার্ষিক সম্মেলনের অরগানাইজিং চেয়ারপার্সন, ডা. তুফান দলুই ।
এবারের সম্মেলনে রক্তের অসুখের চিকিৎসার শুরুতেই বোনম্যারো (ব্লাডম্যারো) প্রতিস্থাপনের সুবিধে নিয়ে আলোচনা হবে। এই প্রসঙ্গে জেনে রাখা ভাল যে হাড়ের মধ্যে থাকা অস্থিমজ্জা বা বোনম্যারো হল রক্ত তৈরির ফ্যাক্টরি। রক্তের নানান গ্রুপের মত বোনম্যারো থেকে নেওয়া স্টেম সেলেরও বিভিন্ন গ্রুপ থাকে, এর নাম HLA। ম্যাচ করলে তবেই বোনম্যারো প্রতিস্থাপন সম্ভব। দুরকম ভাবে BMT করা হয়। এক অটোলোগাস ট্র্যান্সপ্ল্যান্ট অর্থাৎ রোগীর নিজের সুস্থ অস্থিমজ্জা নিয়ে রোগীকে দেওয়া হয়। আর অ্যালোজেনিক ট্র্যান্সপ্ল্যান্ট এর ক্ষেত্রে দাতা অন্য জন। ভাল হয় রোগীর নিজের ভাইবোন। তা না হলে বাবা মায়ের মধ্যে একজনের থেকে নেওয়া যেতে পারে। এক্ষেত্রে ৫০% HLA ম্যাচ করার সম্ভাবনা থাকে। EIBMCT 2025 -এর অরগানাইজিং সেক্রেটারি রক্তরোগ বিশেষজ্ঞ ডা. রাজীব দে জানালেন যে বোন ম্যারো ট্র্যান্সপ্ল্যান্টেশন শুনে বড়সড় সার্জারি মনে হলেও আসলে রক্ত সঞ্চালনের মত প্যাকেটে করে রোগীর শরীরে নানান সাবধানতা অবলম্বন করে বোন ম্যারো দেওয়া হয়। ব্লাড ক্যানসার অর্থাৎ লিউকিমিয়া থেকে শুরু করে, থ্যালাসেমিয়া, মায়লোমা ইত্যাদি ক্রনিক রক্তের অসুখ যেখানে নিয়মিত রক্ত সঞ্চালন করা ছাড়া উপায় থাকে না, সেই সব অসুখের একমাত্র নিরাময় বোনম্যারো ট্র্যান্সপ্ল্যান্টেশন। প্রাথমিক ভাবে খরচ সাপেক্ষ মনে হলেও একবারে খরচ করে অসুখ সারিয়ে তোলা যায়। নিয়ম করে রক্তসঞ্চালন ও অন্যান্য ওষুধ ও জটিলতার সম্মুখীন হতে হয় না, জানালেন ডা তুফান দলুই। দেশের অন্যান্য রাজ্যের তুলনায় কলকাতা সহ পূর্ব ভারতে আন্তর্জাতিক গাইডলাইন মেনে চিকিৎসা করা হয়। খরচ অন্যান্য রাজ্যের তুলনায় অনেক কম। পূর্ব ও উত্তর পূর্ব ভারতের মোট ২৩ টি কেন্দ্রে বোনম্যারো ট্র্যান্সপ্ল্যান্টেশন করা হয়। দুইদিনের এই সম্মেলনে সব কটি কেন্দ্র অংশগ্রহণ করছে। কেন্দ্রগুলি হল –
1)N.R.S Medical College, Kolkata
2) IHTM, Medical College Kolkata
3)Apollo Multi speciality Hospital, Kolkata
4) Tata Medical Center, Kolkata
5) SGCCRI, Kolkata (Thakurpukur Cancer Hospital)
6) Narayana Superspeciality Hospital, Howrah
7) HCG EKO Cancer Center, Kolkata
8) Park view Super Speciality Hospital, Kolkata
9) Ruby General Hospital, Kolkata
Odisha:
- SUM Hospital, Bhubaneswar
- SCB Medical College, Cuttack
- AIIMS, Bhubaneswar
- Apollo Hospital, Bhubaneswar
- Bagchi Sri Shankara Cancer Centre and Research Institute, Bhubaneswar
Bihar: - Paras HMRI Hospital, Patna
- Mahavir Cancer Sansthan, Patna
- Jay Prabha Medanta Superspeciality Hospital, Patna
Assam: - Guwahati Medical College, Guwahati
- B Baruah Cancer Institute, Guwahati
Chhattisgarh: - Balco Medical Centre, Raipur
- Sanjeevani Cancer Care Hospital, Raipur
Manipur: - American Oncology Institute, Manipur