

এক থেকে দুই। কলকাতা ছাড়িয়ে শহরতলি। বারুইপুর ও পাশ্ববর্তী এলাকার খাদ্যরসিকদের জন্য সেলস ট্যাক্স অফিসের নিকট শুরু হয়ে গেলো জনপ্রিয় সংস্থা Biriyani & Beyond 24 (B&B 24) এর দ্বিতীয় আউটলেট।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেলিব্রিটি অতিথি রূপশা চক্রবর্তী, ফ্যাশন ডিজাইনার রাই কিশোরী ও স্থানীয় কাউন্সিলর গৌতম কুমার বিশ্বাস।
উদ্যোক্তারা জানালেন, “আমাদের লক্ষ্য খাঁটি স্বাদকে সঠিক দামে, সৎভাবে এবং ভালোবাসা দিয়ে সকলের কাছে পৌঁছে দেওয়া বারুইপুরে আমরা নতুন পথচলা শুরু করতে চলেছি, এবং আমরা বিশ্বাস করি এখানকার মানুষের ভালোবাসাই আমাদের শক্তি হবে।”