
নিজস্ব সংবাদদাতা কলকাতা :– ২০২৫ সালে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মনীষী বাবাসাহেব আম্বেদকর সহ গুরুচাঁদ ঠাকুর, গৌতম বুদ্ধ ,মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল, কাজী নজরুল ইসলাম, কৃত্তিবাস ওঝা, রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক আলোচনা, সমাজের গুণীজন সংবর্ধনা ও আলোচনা চক্র অনুষ্ঠান করা হয়। আম্বেদকর কালচারাল কলেজের পরিচালনায়, এবং নিউ ব্যারাকপুর আম্বেদকর ফাউন্ডেশন, নিউ ব্যারাকপুর পিপলস এডুকেশন সোসাইটির সহযোগিতায় অনুষ্ঠানের উদ্বোধন করেন ঠাকুর শ্রী শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারী। এছাড়া উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন স্বামী অত্রদানন্দ, ডাক্তার হাসিবুর রহমান চৌধুরী ডক্টর অপূর্ব কুমার বিশ্বাস, ডঃ দীপা দাস ,অধ্যাপক ডক্টর বঙ্কিমচন্দ্র মন্ডল, জয়া বসু, দেবিকা বন্দ্যোপাধ্যায়, লীলাবতী বিশ্বাস এবং সম্পাদক দিলীপ বিশ্বাস।বিধায়ক এবং দলিত সাহিত্য একাডেমির সভাপতি প্রখ্যাত দলিত সাহিত্যিক মনোরঞ্জন বেপারী, দলিত সাহিত্য একাডেমী সহ-সভাপতি ডক্টর আশিস হীরা। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডক্টর বঙ্কিমচন্দ্র মন্ডল। অধ্যক্ষ ইন্দ্রমোহন মন্ডল, ডক্টর প্রীতি রায় অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয় ,অধ্যক্ষ হিঙ্গলগঞ্জ কলেজ ডক্টর শেখ কামাল উদ্দিন, ডাক্তার শ্যামল বিশ্বাস সি এম ও এইচ , অধ্যাপক দীপক বিশ্বাস, অধ্যাপক পঙ্কজ মন্ডল, আচার্য মনোরঞ্জন হালদার, সাংবাদিক ও লেখক সমীর দাস, অভয়বঙ্গ পত্রিকার সম্পাদক জগদীশ যাদব, সংগীত পরিবেশন করেন লোকসংগীত শিল্পী ইয়াসিন শেখ , বাউল গনেশ চন্দ্র রায় ।কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী জয়া বসু ,দেবিকা বন্দোপাধ্যায় ,মনিন্দ্র হালদার ,মনোজিৎ মল্লিক ,স্বপন নাথ, ফিরোজা বেগম ,সিরাজুল ইসলাম ঢালী ,ইউসুফ মল্লিক সম্পাদক প্রতিভার সন্ধানে ,ইউসুফ মোল্লা ,বিকাশ রঞ্জন বর ,বিমল পোদ্দার ,ডক্টর প্রতাপ রঞ্জন হাজরা ,ডক্টর নিশীদ রঞ্জন দাস অধ্যাপক ,কানাইলাল বিশ্বাস বোম্বে ,মল্লিকা রায়, দশমিক পলাশ ,ডক্টর কৌশিক হালদার ,খোকন চন্দ্র বালা, দেবাশীষ বিশ্বাস, সোমনাথ ঘোষাল ,ওরিপ্রিয়া বসু , রাজেন্দ্র তেওয়ারি ,পিনাকেশ রায় সম্পাদক অগ্রদূত সংঘ ,অভিজিৎ বিশ্বাস বিখ্যাত মিউজিসিয়ান ,অজয় কুমার রায়, বিজন হাজরা, শিবু সৌম্য বিশ্বাস, নরেনদার চৌহান, কুলদীপ জোশি, মিলন মন্ডল, সরার হাওলাদার বি শেখর অলিপ্রিয়া বসু, সোমনাথ ঘোষাল, ডক্টর শাহনওয়াজ খান, পলাশ হালদার সহ ২ শতাধিক বিশিষ্ট সমাজসেবী কবি সাহিত্যিক সংগীত শিল্পী উপস্থিত ছিলেন।