


#Exclusive
রনি রায় ও পিংকি রায় স্মৃতি স্কলারশিপ ২০২৫”- প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রবিবার, ১৭ আগস্ট ২০২৫। এইবছর এই গৌরবজনক স্কলারশিপের জন্য নির্বাচিত হয়েছে মানিকতলার মেধাবী ছাত্র অর্পণ রায়। এছাড়াও এই স্কলারশিপ প্রদান করা হয় মোট ৪০ জন ছাত্রছাত্রীকেকে। প্রদান করেন কুনাল ঘোষ,অনুপম হালদার, সঞ্জয় রায়, রাজীব জাসওয়াল, অরূপ চক্রবর্তী, সহ উজ্জ্বলতম ব্যক্তিগণ ।
অনুষ্ঠানে অনুপম হালদার বলেন, প্রতিবছর বৃন্দাবন মাতৃমন্দির পুজো কমিটির উদ্যোগে ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকি। তাদের এমন উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।
সঞ্জয় রায় বলেন ” রনি রায় ও পিংকি রায় স্মৃতি স্কলারশিপ” যেমনি ভাবে প্রদান করা হয় তা হবে, সাথে আরেকটি স্কলারশিপ দেওয়া হবে “বিজয় রায় এবং কমলা রায় স্মৃতি স্কলারশিপ”।